কাব্যজোনে নয়ন রায়

ভালো থেকো বন্ধুগাছ
আনন্দ বিলোয় গাছেদের উৎসুখে- মোহে…
চরাচর আলোড়িত শষ্যের সমৃদ্ধ জীবনের
সম্পদ কুড়োই মুঠো মুঠো সুখ এই মিলনের
কৃষিকাজ কর্ষিত মাটির ফসলের অধিকারে
বেঁচে থাকা জাগে সহজ সরল মনে অঙ্গীকারে
লুক্কায়িত বোধটুকু সঞ্চিত হৃদয় মেখে মেখে
ভালো থেকো বন্ধুগাছ!বন্ধু জ্বেলে রাখা আলো