কবিতায় বলরুমে নবপর্ণা

মানুষ বদলাও নিজেকে
আজ গেছে যে বিশ্বাস, গেছে সে ভদ্রতা
কেউ নেয় না কার ও খোঁজ,গেছে আন্তরিকতা।
সবাই ভাবে মিশবো স্বার্থে,তবেই বুঝি থাকবো ভালো
সেদিন দেখবে এই পৃথিবীতে আর যে নেই কেউ,তুমি ই থাকবে একা
সম্পর্কে র মধ্যে এনো না কোন নংরামি,সবাই কে করো বিশ্বাস
সবাই কে করো শ্রদ্ধা, ভক্তি, সবাই কে করো নমন
তবেই হবে ভালো আমাদের এই পৃথিবী আর এই সমাজ।
সবাই দেখছে সবাই কে সন্দেহের চোখে
এতো নয় আমাদের পৃথিবী এ যেন অন্য কোন দেশ।
কেউ দেয়না উৎসাহ কোন ভালো কাজে
সবাই ভাবে নিশ্চয়ই আছে কোন স্বার্থ এর কাজের মাঝে।
মানুষ আজ ভালোবাসার মধ্যে ও খুঁজছে স্বার্থ
ভেবে হই অবাক, পাইনা খুজে এর কোন অর্থ।
মানুষ ভুলে গেছে মানুষের জন্য করা নি: স্বার্থ ভাবে
সেখানেও সে খুঁজছে কোন প্যাঁচ এবং স্বার্থ।
দু:খ হয় ভীষন দেখে মানুষ আজ বোঝেনা মানুষের ভাবনার অনুভূতি
সবাই খুঁজে বেড়াচ্ছে স্বার্থ আর সম্পত্তি।
হে মানুষ বদলাও নিজেদের কে
মিশনা কোন স্বার্থ নিয়ে এ জগত আর সংসারে।।