কবিতায় নীল নক্ষত্র

( ২৬শে মে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে এ আমার শ্রদ্ধাঞ্জলি)
অভিবাদন
নিরন্তর জিজ্ঞাসা কবিতার ছত্রে ছত্রে…..
গানের সুরে সুরে, নৃত্যের তালে তালে।
এক মানুষের ভাবনায় অসংখ্য মানুষের কথা।
ধর্মের ঠুলিপড়া চোখে মানুষ খুঁজেছে সেই সর্বশক্তিমান ঈশ্বরকে চার দেওয়ালের ভিতরে,
. ………এখানে ,ওখানে।
অত্যাচারী দানবের উদ্যত বেয়নেটের সামনে কলুষিত হয়েছে মানুষের হৃদয়।
অন্তর্যামী অলক্ষ্যে হেসেছেন অবিরত।
বাগিচায় বুলবুলি আসেনি গাইতে আর কোন গান তার সাথীহারা এই পৃথিবীর জন্য।
প্রেমহীন পৃথিবীতে ফুলের জলসায় নীরব হয়ে গেছে কবি,
….সে আমাদের দুখু মিঞা।
“বন্দেমাতরম”…..
শতবর্ষ আগে তাঁরই কণ্ঠে ধ্বনিত…..
এ শুধু এক কবির বাণী নয়,
সহস্র সন্তানের আত্মার সশ্রদ্ধ প্রণামে’র উচ্চারিত তরঙ্গে মুখরিত আজ,
…..আমাদের আকাশ,
আমাদের বাতাস।
আমাদের প্রিয় দুখু মিঞা,
আমাদের নজরুলের জন্য
……এ আমাদের আন্তরিক অভিবাদন,
গ্রহন করো কবি হে আমার,
…… তোমারে প্রণাম।।