কবিতায় নীল নক্ষত্র

এরই নাম প্রেম
কেন খুঁজে ফেরা,
কেন শুধু পথ চেয়ে বসে থাকা,
কেন মনে পড়ে আজও……!!
মন কি শুধু মনেরই কথা বলে,
….আর কিছু নয়?
যে নদী বয়ে যেতে যেতে রেখে গেছে
শেষ ঠিকানা পথের প্রান্তে…..
জেনেছো কি কেমন আছে আজ
এই দিনান্তে?
তালসোনাপুর যেতে হবে….
আরও কতদূর কে তা বলে দেবে জনমানবহীন এই দেশে?
তবুও পথ চলি পথকে ভালোবেসে।
এরই নাম প্রেম, জানে শুধু সে।।