কবিতায় বলরুমে নীল মিত্র

ভালোবাসা ভীষণ কঠিন 

তুমি কি মনে করো ভালোবাসা সহজ?
না।
সবাই পারে না ভালোবাসতে।
কাউকে পারে ভালো লাগতে।।
কিন্তু পারবে সারা জীবন তাকেই ভালোবাসতে?
কিছু দিনের মোহ কেটে যাবে।
যখনই কাছে তাকে পাবে।।

প্রেম আসবে বার বার জীবনে।
জোয়ারে আসবে আর ভাঁটাতে মিলিয়ে যাবে।।

ভালোবাসা সেই জল নয় যা তাপে শুকিয়ে যাবে।
একবার যদি মনে আসে সারা জীবন রয়ে যাবে।।
কাউকে ভালোবাসলে নিজেকে ভুলে যাবে।
তখন তাকে ছেড়ে জীবনটা খালি লাগবে।।

প্রতিটি মূহুর্ত তাকে মনেতে রাখবে।
তোমার সব কাজে তাকেই চাইবে।।
তোমার স্বপনে জাগরণে সে থাকবে।
তোমার নিশ্বাসে তাকে অনুভব করবে।।
সে থাকবে আত্মাতে, তোমার বিশ্বাসে।।

একটা ছবি বার বার ভেসে উঠবে মনের ক্যানভাসে।
একটা মুখ শুধু দেখবে তোমার চোখের তারাতে।।
এরকম ভালোবাসা কয়জন পারে বাসতে?
কয়জন পারে শুধু একজনের হয়ে থাকতে?

এ যে ভীষণ কঠিন কাজ, সবাই পারে না ধরে রাখতে।
আর যারা পারে, তারা খুবই কম পৃথিবীতে।।
যদি পাও এমন কাউকে।
হারিও না তাকে অবহেলাতে।।

কারন তারা হয় অভিমানী মন থেকে।
দূরে থেকেও তোমায় রাখবে হৃদয়তে।।
পাবে না তাকে আর কোনোমতে।
ভালোবাসা যে কেনা যায় না বাজারেতে।।

Spread the love

You may also like...

error: Content is protected !!