কবি ও কবিতার নিজস্ব একটি ক্যলেন্ডার আছে
কাব্যহাটে যখন রাজনৈতিক
দলের মত সদস্য সংগ্রহ অভিযান
তখন বুঝে নিতে হয়
ক্যলেন্ডারের মৃত্যু পরোয়ানা এখন ওদের হাতে।
প্রথা ভেঙ্গে প্রথাগত উৎসবে
দেড়’শ টাকার ক্রেস্টে নতজানু সাহিত্য
তখন বুঝে নিতে হয় বড় ক্ষতি হয়ে গেল কবিতার।
সংঘ- সংঘ খেলায় জাতীয় ,আন্তর্জাতিক শব্দের সমাহারে
বুঝতে বাকি রয়না
কবির দিন গণনা শুরু হয়েছে অন্তিম শায়নের।
বাণিজ্যালয় যখন
স্বাগত মোড়ক উন্মোচন কিংবা পাঠোদ্বার উৎসব
তখন বুঝতে হয় মুখরে উদযাপিত হচ্ছে মৃতবর্ষ।
মনপ্রিয়তা তালিকার তলানিতে থাকা কথামালা
দখল করে এ মঞ্চ থেকে ও মঞ্চ
বাক্য নয় মৃত বাক্যের উদযাপনে
নানা পরিবর্তন-বিবর্তনে
কবি ও কবিতার ক্যলেন্ডারে
ওরা আঁকে নিজস্ব প্রচ্ছদ
তখন বুঝে নিতে হয়
চরম দুর্যোগপূর্ণ
কাব্যের নিজস্ব ক্যালেন্ডার।