কবিতায় বলরুমে নীল মিত্র

আজকের নারী
তুমি আজকের যুগের নারী,
চোখ তোমার চপল হরিণী।
তুমি মোহময়ী সুন্দরী রমণী,
আবার অন্যায়ের বিরুদ্ধে তুমি দামিনী।
তোমার স্পর্শে যেমন মমতা আছে,
তড়িৎ আছে তোমার শরীরের মাঝে।
কখনও তুমি স্নেহময়ী মা বিপদতারিনী,
কখনও আবার তুমি হয়ে ওঠ সৌদামিনী।
ভাষা নেই ব্যক্ত করার তোমার কাহিনী,
সুখ দুঃখে ভরা তোমার জীবনী।
বাবা মায়ের তুমি চোখের মনি,
স্বামীর সংসারে তুমি অশনি।
তুমি সারা জীবন উৎসর্গ করো সবার জন্য,
নিজের সুখ উপেক্ষা করে মুখে তুলে দাও অন্ন।
চপলা চঞ্চলা লক্ষীকে আঁচলে বেঁধে রাখো,
তুমি খুশি হও যখন সবাইকে খুশি দেখো।
তবুও তুমি পাও না সঠিক মান,
অনুপ্রভা বুকে চেপে রাখো অভিমান।
প্রতিবাদের এবার তোল আওয়াজ ওগো রমনী,
গর্জে ওঠো একবার আজকের দামিনী।