T3 || ঘুড়ি || সংখ্যায় নীল মিত্র

ছোটবেলা-টা ছিল দামী
মনে পড়ে যায় সেই ছোট্টবেলা,
ছিল না কোন চিন্তা, শুধু পড়াশোনা আর খেলা।
দিদিমার কাছে রূপকথার গল্প শোনা,
শিক্ষকদের কাছে পড়া না পারলে কান মলা।
সরস্বতী পুজোতে ফল আর নারকেল কুল খাওয়া,
পুজো করে মা’র কাছে ভালো রেজাল্টের আশীর্বাদ চাওয়া।
বিশ্বকর্মা পুজোতে রঙিন ঘুড়ি উড়ানো,
তার আগে সুতো-তে মাঞ্জা ধরানো।
রথের মেলায় ঘুরতে যাওয়া আর পাঁপড় খাওয়া,
দুর্গা পুজোতে নতুন জামা কাপড় জুতো নেওয়া।
কালীপুজোতে বাজি পটকার উজ্জ্বল আলো,
ছোটবেলার স্মৃতিগুলো বড়ই ভালো।
বৃষ্টি পড়লে কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দেওয়া,
চড়ুইভাতি-তে সবার সাথে খাওয়া দাওয়া।
মনের মাঝে ছিল না কোন হিংসা বিবাদ,
ছিল শুধু প্রেম ভালোবাসা আর বন্ধুত্ব ভাব।
আজ সব পেয়ে ও হারিয়ে ফেলেছি সেই ছেলেবেলা,
সেই সরলতা, সেই মনের খুশি আর মার্বেল খেলা।
এই নাম, টাকা, যশ সব লাগে আজ বড়ই কমদামী,
অনেক কিছু না পাওয়ার মধ্যেও সেই ছোটবেলা-টা ছিল ভীষণ দামী।