কবিতায় নবকুমার মাইতি

অনন্ত অনুভবে
পরম মমতায় চাঁদের খোঁপায়
গুঁজে দিই তারার ফুল
শিশির সিক্ত বন কলমির ফুল
বড্ড বেশি মোহমোদির করে
অজান্তে হাতড়ে বেড়াই অনিঃশেষ পথরেখা
ঐশী মায়ায় জগতের সমগ্র শ্রী ও লাবণ্য
আমার ব্যর্থ জীবন অভিধানে
অক্ষরগুলো ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে
তোমার সুঘ্রানে গীতিময় হয়ে ওঠে আবিশ্ব ব্রহ্মাণ্ড
প্রবল উচ্ছ্বাসে বয়ে যায় সুদূর প্রসারী সমুদ্র
পাখির কুজনে মর্মরিত হয় বনভূমি
তোমার অনন্ত অনুভবে
আবার পথ চলি অমরাবতীর পথে………