T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় নৃপেন্দ্রনাথ মহন্ত
by
·
Published
· Updated
পঁচিশে বৈশাখ
পঁচিশে বৈশাখ মানে একটি দিন
তার প্রভাত মানেই আবহমান
সূর্যের অবিরাম প্রদক্ষিণ
দিনকেই করে প্রায় যুগসমান।
তমসায় ডুবুডুবু এ ধরণীতল
তখন প্রয়োজন আলোকস্নান
ঘনায় যখনই ঘোর তমসাদল
তখনই সূর্য চাই উদীয়মান।
এখন তো অন্ধকার ঘনায়মান
পৃথিবীব্যাপী এখন করোনাকাল
এই বঙ্গে দলেদলে ছুরিতে শান
জোড়ে ভিন্ন গাছে গাছে ভিন্ন ছাল।
তুমি তো ছায়াতরু,সেই প্রাচীন বট
তুমি তো আমাদের সেই ব্যথা-মলম
যতই বাধা আসুক কিংবা সংকট
তোমাতে মুক্তি, তোমাতেই উপশম।
পঁচিশে বৈশাখ মানে একটি দিন
বা তারিখ নয়,আসলে আবহমান
মুক্তিসন্ধানী আলোর অমলিন
ঝর্ণাধারায় এক মুক্তিস্নান।