T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় নীতা কবি মুখার্জী

আগমনী মায়ের আগমনে

এসো মা দুর্গা, এসো মা ভবানী, এসো মা শিব-ঘরণী
ধরণীকে করো কলুষমুক্ত দশপ্রহরণধারিনী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী এসো মা জগৎজননী।

তোমার প্রসাদে হাসবে ধরণী, তুমি মা শারদা-জননী
অসুরনাশিনী, অশুভনাশিনী, তুমি বরাভয়দায়িনী।

শারদ-প্রাতের শুভ এ লগনে এসো মা পতিতপাবনী
ধন্য হবো মা তব আগমনে ওগো সুহাসিনী -জননী।

মা গো তুমি এসে সুন্দর করো, শুদ্ধ করো মা ধরণী
অনাচার থেকে বাঁচাও মানবে, ও গো মা অসুরনাশিনী।

দেবতারা যেথা হার মানে সেথা তুমি মা বিজয়দায়িনী
সমাজের কীট ধ্বংস করো মা, ও গো মা মুণ্ডমালিনী।

সুহাসিনী তুমি, সুভাষিনী তুমি, তুমি মা অন্নদায়িনী
বরদায়িনী, ধনদায়িনী, তুমি মা মুণ্ডমালিনী।

এসো মা কালিকে, এসো চামুণ্ডে, এসো মা সিংহবাহিনী
আগমনী মাতা, এসো মা গৌরী, এসো মা জগৎজননী।

গিরিরাজ কন্যা,সতীমাতা তুমি, তুমি মা ত্রিশূলধারিনী
যোগমায়া তুমি, তুমি ধূমাবতী, তুমি মা পিনাকধারিনী।

আলোকিত করো, উদ্ভাসিত করো, তুমি মা শারদা-জননী
সর্বংসহাদেবী, তুমি বীরাঙ্গনা, এসো মা দুর্গে জননী।

Spread the love

You may also like...

error: Content is protected !!