T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় নবকুমার মাইতি

একাত্তরের দেবশিশু
চারিদিকে রক্তগঙ্গা, ক্রমাগত সাইরেন বেজে যায়
বোম বন্দুক স্টেনগান মেশিনগান, ভয়ঙ্কর অস্ত্রের ঝলকানি
কমান্ডো বাহিনীর হিংস্র বুটের তলায় বিভৎস উল্লাস
হঠাৎ তারস্বরে চিৎকার, আম্মাজান – এক আঁজলা পানি
পরক্ষণেই নিঃশ্বাড়, ছিটকে পড়ল একটা ফুটফুটে
শিশুর লাশ,রাজপথে । তবুও বিপ্লবী মানুষ দলে দলে
ভাষার জন্য আন্দোলন চলে – পলে অনুপলে
বরকত গনি মুজিবর, শত শহীদের রক্তের বিনিময়ে
স্বীকৃতি পায় অক্ষর ব্রহ্ম ‘বাংলা ভাষা’
যাকে আমি মা বলে ডাকি, পদতলে রাখি সৃষ্টির অর্ঘ্য। নিরন্তর সংগ্রাম চলতেই থাকে শাসকের রক্তচক্ষু
কফিন ভর্তি লাশের পাহাড়, উদ্বাস্তু মানুষের ভিড়
সমবেত জনতার ঐকান্তিক লড়াই, ধর্মের হল জয়
অভেদ সুন্দরের মন্ত্রে দীক্ষিত হয়ে জন্ম হয়েছিল
যে শিশু, তার নাম ‘বাংলাদেশ’ আমার স্বদেশ
একাত্তরের দেবশিশু !