কবিতায় নবকুমার মাইতি

উদাসীন কবির দর্শন
কোন এক নৈসর্গিক আলোর সন্ধানে
পথ চলেছে কবি অনাদি সৃষ্টির পান্ডুলিপি হাতে
ঝড় বৃষ্টি রোদ কোন দিকেই তার ভ্রুক্ষেপ নেই
একমাত্র লক্ষ্য অশোক নিলয়, অনন্ত উজ্জ্বল পরামায়ু
হিংসা ক্রোধ রিরংসা ষড়রিপুর দংশন
এ জীবনে ক্রমশ অনায়াস করতলগত
ভোগের সুগন্ধি চন্দন গড়িয়ে পড়ছে
রাস্তায় পথচারী মানুষের দৃষ্টি পেরিয়ে
কবি ছুটে চলেছে অনন্ত দ্রাঘিমা জুড়ে
সীমাহীন ঔদাসীন্যে নগরীর পথে
মানব মানবীর শরীরী মোহের বিভঙ্গে
নিদারুন অরুচি ছিল তার, ঘনঘোর তমিস্রা
তাইতো বিশু পাগলের মতো তারস্বরে
চিৎকার করে বলেছিল তফাত যাও-তফাত যাও
নীতির ঘোলা জলে চৌর্যবৃত্তি পরায়ন নেতৃত্ব
লাথি মারো বিবেকহীন সমাজের বুকে
শঠতা প্রবঞ্চনা অপ্রেমের নিগড় ভেঙে
আহ্বান করব সকালের শুদ্ধতম ভোর
স্বর্গলক্ষ্মীর হাত থেকে গড়িয়ে পড়া অমৃত আস্বাদ!