সাতে পাঁচে কবিতায় নব কুমার দে

চিংড়ি মাছ দেওয়া একবাটি কচুর লতি পেলে
আহ্লাদে মরে যায় যারা
কালোছায়া দুরে রাখতে
খই ছড়ানো পথে পয়সা কুড়োয় যারা
খবরে পড়শীর মৃত ছেলের ছবি দেখে
নাকি কান্না কেঁদে
একটু কম ভলিউম দিয়ে সিরিয়াল দেখে যারা
মহান কে যারা মহান রাখেনা
ব্যক্তিকে রাখেনা ব্যক্তি
কি কি খান কবার হাগেন
কখন লেখেন উক্তি
আর কত পরে জাগবে তুমি
আর কত শুনবে গালি
অভ্যস্থ খোলস ছুড়ে ফেলে
গোপনে সেরে ওঠো বাঙালি