প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

বিপন্ন প্রকৃতি

এই মহা –
বিশ্ব জুড়েই তো – ছড়িয়ে পড়ছে অহরহ
মানবতা হীনের গরল,
ন্যায় – অন্যায় ভাল – মন্দ চলছেই – তো –
মানবের মাঝে অবিরল।।
নিথরের সাথে ,করাঘাত চিরন্তন –
চলছে, বিষাক্ত ঐ- গরলে,
পৃথিবীর,মানব জাতীর হুঁশ কবে?
বিষাক্ত বিষে, বিশ্ব ভরালে?
পথিক বলছে, দাঁড়াও পথ,আমি ক্লান্ত –
ঐ – পথের রন্ধ্রেই বিষাক্ত,
পাখি বলছে,ও বাতাস তুমি হও ক্ষান্ত –
তুমি তো – নয় দুষণ মুক্ত??
জলজ প্রাণী বলছে, বিষাক্ত জলস্রোতে –
ঘনত্ব বুঝি হলাহলেই,
ভূমী বলছে, কৃত্রিম উর্বরে আমি মরি –
বিষ চুষে, বৃক্ষ শিকড়েই।।
পশুরা বলছে বন দস্যু, বন নিচ্ছে খেয়ে-
পালাবো আর কোথায়?
সদরে কখনো, নাই বেরুবার উপায়
মানব দস্যুর মহা ভয়।।
পাহাড় বলছে খুঁড়ে – খুঁড়ে,করছো খোদাই –
আমারই বুকের ভিতর,
ধসে পড়বই একদিন কিন্তু হঠাৎ করে –
তোমাদেরই মাথার উপর।।
বিশ্বের নব সৃষ্টির, উল্লাসে মেতেই –
প্রাকৃতির প্রকৃতই শত্রু,
অজ্ঞানতার ভুলে, ধ্বংসই করেযাচ্ছে
কাঁপছেনা তবু বিন্দু চোখের – ভ্রু??

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।