অতিমারির ওপর মহামারী। তার ওপর ‘ইয়াস’ । ‘ইয়াস’ নামটি দিয়েছে ওমান, শব্দটির মানে হতাশা। এর জেরে কয়েক লক্ষ মানুষ গৃহহীন। পানিয় জল, খাদ্য, বেঁচে থাকার নূনতম রসদ নেই কয়েক লক্ষ মানুষের। সরকার চেষ্টা করছে। অবশ্যই তাই জন্যই তাদের ক্ষমতায় আনা। তাও ত্রান নিয়ে, জীবনদায়ী ওষুধ নিয়ে কালোবাজারী চলে। সেসব করেন আমার আপনার মত সাধারন মানুষ।যারা মানুষের অপারকতার সুযোগ নিয়ে দুপয়সা কামিয়ে নেন। এই অতিমারির কালে যেখানে চাকুরিজীবি থেকে ছোট ব্যবসায়ী, সবার নাভীস্বাস উঠছে, কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী বেশ গুছিয়ে নিলেন। গৌতম আদানী এশিয়া মহাদেশের দ্বিতীয় ধনি ব্যক্তি ( ফোর্বস, মে ২০২১), যেখানে ভারতের মাথা পিছু আয় বাংলাদেশেরও নীচে নেমে গেছে চলতি বছরে। তারপর নিশ্চয় সরকার বাহাদূরের সদিচ্ছা সম্পর্কে প্রশ্ন জাগতেই পারে।
তবে আমাদেরও কিছু করার থেকেই যায়। মানুষের দুঃসময় তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই আসুন না আমরাও আমাদের ক্ষুদ্র পরিসরে চেষ্টা করি অসহায়র পাশে দাড়ানোর।