ক্যাফে টক

যখন ভীষণ রাগ হয়
লিখি তোমায় ভালোবাসি

যখন মন খারাপ হয় , অস্থির অস্থির লাগে
লিখি তোমায় ভালোবাসি

যখন মনে হয় হেরে গেছি , সব শেষ
চারিদিকে শুধু আঁধার আর আঁধার

বিড়বিড় করি , তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি

যখনই মনে হয়
আমার তো কেউ নাই

তখনই তোমার মুখ ভেসে ওঠে
আছে তো একজন , আমাকেই তো ভালোবাসে
এই অপদার্থ অযোগ্য পাগল টাকেই তো ভালোবাসে

যতবার বলি যতবার লিখি
তোমায় ভালোবাসি

শান্ত হই , শান্তি পাই , ঘুম নেমে আসে।

নব কুমার দে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।