ক্যাফে টক

ছাড়ো
পূর্বরাগ বর্জিত কাম
অস্তযাম
স্তিমিত বীর্য, ক্লান্ত পতন
ছাড়ো
রাত নামবে
অভিশাপ
অভিশাপ সরসর করবে সাপের মতো
ঋজু লিঙ্গ
অষ্টপ্রহর
নিশি যাপন
মহাকাল নির্বিকার
ছাড়ো
ভণিতা লিখতে হবে
দায়ভার
ফুটো কলসি
উত্থিত লিঙ্গ
নিয়ন্ত্রিত গঙ্গা
টপ টপ
কয়েক ফোঁটা
অবিরাম।
নব কুমার দে