ক্যাফে টক

“আন্দোলনরত শিক্ষককে পুলিশ লাথি মেরেছে”
এই ঘটনার বিরোধীতা করতে শিক্ষক শিক্ষিকাদের একটা শ্রেণী পাল্টা বিবৃতি বা নিদান দিচ্ছেন যে কোনো শিক্ষক শিক্ষিকা যেন ওই পুলিশে কর্মীর সন্তানদের না পড়ান।
এটা আপনাদের কাছে কতোটা যুক্তি সঙ্গত?
আজ আমরা একটি বিষয়ের পক্ষে বা বিপক্ষে সাধারণের মতামত জানতে চেয়েছিলাম। উঠে এসেছে সেই বিষয়ের নানান দিকগুলো যা আমাদেরকে সমৃদ্ধ করেছে।
আমরা এরপর থেকে আবারও কোনো বিষয় তুলে ধরে তার জন্য মতামত চাইবো।
আসল সাহিত্য তো সমাজের থেকে দূরে সরে যাওয়া নয় বরং সাহিত্য সমাজের আয়না তাই সাহিত্য প্রাঙ্গণে কোনো বিতর্ক উঠে এলে তা আসলে সমাজেরই বর্তমান অবস্থা প্রকাশ পায়।
আমরা বুঝতে পারি আমরা কোনদিকে যাচ্ছি। আমরা বুঝতে পারি আমরা কোথায় অসহায় আর কোথায় ক্ষমতাবান। আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল।
তাই চাইবো প্রতিটি বিষয়ে আপনারা আপনাদের মুক্ত চিন্তা তুলে ধরে টেক টাচ টক এর সাহিত্য প্রাঙ্গণকে সমৃদ্ধ করবেন।
আর সবশেষে ধন্যবাদ আমাদের অগণিত পাঠককে, তারা পাশে থেকেছে বলেই আমরা নতুন কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছি।
নব কুমার দে