দিব্যি কাব্যিতে নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মিরর
উপহারে পেলাম খুব সামান্যই যন্ত্রণা
হঠাৎ মানুষ পোড়া গন্ধ এলো নাকে
গুজ গুজ ফিস্ ফাস ডিঙিয়ে আগুন কে বললাম
এইগুলো পুরিয়ে কিছু শব্দ দিতে পারো
ঝিঙেফুলকে বলেছি একটা নীল কবিতা লিখবো
আধ পোড়া দেহ বললো ঢুকিয়ে দাও এই পোড়া বুকের খাঁচায়
বিশ্বাস করো মরার আগে আমিও প্রেমিক ছিলাম
এই চিতায় পোড়া শব্দরা পাথরেও প্রাণ দিতে পারবে
আমি বললাম ধ্যৎ এই তো সামান্য দুঃখ, তা দিয়ে জীবন চাই না
শুধু কয়েকটা মুহূর্ত দাও
সোহাগে আদরে শুয়ে থাকি নীলএর কোলে
গর্জে উঠলো মেঘ,
কালো রঙে ঢেকে গেলো আকাশ
হা হা করে হাওয়া বয়ে গেলো নদীর ওপর দিয়ে
অর্ধামিক বৃষ্টি এলো
নিভে গেলো আগুন ,আমার দুঃখরা ভিজে কাদা
আর কেউ কোথ্থাও নেই
মরদেহ বলছে মুক্তি কি এখনও হলো না
আর একটু আগুন, আর একটু আগুন
জ্বলে যাওয়া কারোটি স্পর্শ করলাম স্নেহ ভরা হাতে
মনে পরে গেছে সব, দেখা হয়েছিল কাল এই মুখের সাথে আমারই আয়নাতে
আরো একটু আগুন
আরো একটু আগুন
ঝিঙেফুল শব্দরা আছে এখন
শুধু কবি যে ধোঁয়া হয়ে উড়ে বেড়াচ্ছে এখন
তোর স্বপ্নের আশেপাশে