ক্যাফে টক

এই সমাজ টাকে আমার অপছন্দ, আমি সমাজটাকে গালি দিতে পারি , রাগ করতে পারি কিন্তু এর বাইরে থাকতে পারিনা।
সমাজ বদল একদিনে বা একার পক্ষে সম্ভব নয় , তাই নিজেকেই প্রতিদিন বদলাতে হয় সমাজের নিয়ম রীতি মেনে।
সবাই ব্ল্যাকে বাজি কিনেছে , পুড়িয়েছে আনন্দ করেছে,আমি মেয়েকে প্রথমদিন কিনে দিইনি। আমার পুচকে মেয়ে বলেছে বাবা মিথ্যেবাদি, ওর খুব অভিমান হয়েছে, কষ্ট হয়েছে, রাগ হয়েছে।
আসলে প্রত্যেক মেয়ের কাছে তার বাবা সুপার হিরো , সে সব পারে ।
পরের দিন আমিও ব্ল্যাকে বাজি আনলাম। আমার ইচ্ছে করলো ধর্ণায় বসি রাজপথে, আমার ইচ্ছে করলো কৈফিয়ৎ তলব করি প্রশাসনের কাছে কেনো আমি আমার মেয়ের কাছে মিথ্যুক হোলাম।
কিন্তু করলাম না কিছুই , কারণ সমাজ হাসবে , কারণ প্রশাসন চোখ রাঙাবে সবাই একজোট হয়ে বলবে তুমি কোথাকার ধোওয়া তুলসী পাতা । একটু আধটু অনিয়ম মেনে চললেই হয় ।
ব্যাস মেনে নিলাম , মেয়ের খুশির জন্যে, কিন্তু এই যে খচখচানি বুকের ভিতর। আমি তো আর সবাই নই, আমি তো কলম হাতে তুলে নিয়েছি । যদি আমিও রোজ রোজ বিকিয়ে যাই ভয়ে , অসহায় হয়ে যাই পরিস্থিতির কাছে তাহলে আগামী কে কি বলে যাবো ?