|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় নব কুমার দে

গত পুজোর পরে পরেই , উঠোনের কোণের শিউলি গাছটা শুয়োপোকায় ভরে গিয়েছিলো
পাতা ঝরে শুকিয়ে কেমন কাঠ হয়ে গিয়েছিলো কোন অভিমানে
একদিন , সন্ধ্যার মুখে বৈষ্ঞবী কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিলো
আমরা সবাই হলকা দেখে ছুটে গিয়েছিলাম আগুন গাছ দেখতে
সবাই বলেছিলো ও বৈষ্ঞবী নয় , ডাইনি
আগুন নিয়ে খেলা ওর শখ
সেই আগুনেই নাকি পুড়ে গেছে ঘর, পুড়ে গেছে মুখ
এখন পড়ে থাকে গ্রামের বাইরে শেতলার থানে
কেমন করে যেনো বেঁচে আছে অনেকগুলো বছর
কেউ ফিরে তাকায় না
একমাত্র শিবাণীদি ছাড়া
সে বলে জানিস
যদি আমার অনেক টাকা থাকতো
আমি এই রকম মানুষগুলোকে বাড়িতে এনে রাখতাম
চান করাতাম, জট ছাড়িয়ে দিতাম , উকুন বেছে দিতাম
নিজের হাতে খাওয়াতাম যেটুকু পারি
আজ আরেক পুজোর নবমী
কেটে গেছে আরো অনেক গুলো বছর
কে এক শহুরে মেয়ে
এক পাগলির জট ছাড়াচ্ছে শেতলার থানে
একটা নতুন ছাপা শাড়ি পড়িয়েছে
আর আমি দেখছি আরেকটি আগুন গাছের চারা
অথবা বোষ্টমী, অথবা শিবাণীদি