T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় জয়তী দাস

নীল মাছরাঙা

দুই ঢোক ফ্যানের জন্য
একটি নীল মাছরাঙা,
বুভুক্ষুর কুকুর কামড় বয়ে নিয়ে বেড়ায়!

এমন দৃশ্যের সামনে দেখা হলো
ভরপেট বেড়াল দুপুরে ;
থালার ওপরে একটি শিরদাঁড়ার
কঙ্কাল চিৎ হয়ে পড়ে আছে…

ক্রমশ পালক ছাড়ছে
সুন্দরী গেওয়া গাছ
জন্মগাছে কত লোভী
পতঙ্গের ডাকছানি…

অবাক হয়ে দেখি
ওর শহরের দুর্বার
পর্বতের উচ্চতাগুলো,
আহত সারেঙ্গীতে ধূর্ত
প্রজাপতির প্রজননের রং –

আবার নীলপদ্ম?
সওদাগরের লসকর,
ঘাড়ে বয়ে আনে গন্ধমাদন
কৃষ্ণার সৌষ্ঠব গিলে খায়
মধ্যাহ্নের পলাশঅগ্নি —

বলি কোন নক্ষত্রে জন্ম রে তোর মেয়ে ?
বলে, তিথিহীন তিথির কালো পাখির জঠরে সেদিন ভয়ানক অন্ধকার —

চণ্ডীপাঠের শেষের আলোয়
প্রথম কেঁদেছিলাম …..

Spread the love

You may also like...

error: Content is protected !!