কবিতায় নীতা কবি

এসো মা উমা
এসো মা দুর্গা, দুর্গতিনাশিনী, মর্ত্যে এসো তুমি
বরণ করবো তোমায় আমরা, ধন্য করো এ ভূমি
সব অশান্তি, সব অমঙ্গল দূর করো মা জননী
প্রদূষণ আর বিষে ভরে গেছে আমাদের এই ধরণী
কলুষনাশিনী কলুষমুক্ত করো সকলের মন
সবার মুখেই হাসি ফুটুক আর, সুন্দর হোক জীবন।
চারিদিকে বাজে আগমনী গান, আনন্দে মেতেছে পাড়া
উমা যে আসছে বাপের বাড়ীতে পড়েছে যে তারই সাড়া
মহালয়ার তর্পণ, কতো আয়োজন পুকুর, নদীর ঘাটে
বাজার করার ধূম পড়ে গেছে, কোলাহল সব হাটে।
শিউলী বলে, এসো মা জননী তোমার চরণ চুমী
কাশফুল বলে, বসে বসে আজ চামর দোলাবো আমি।
জগজ্জননী মা আমাদের দনুজদলন করে
অশুভ শক্তি হার মেনে আজ শুভকে বরণ করে।
দিকে দিকে আজ পড়েছে যে সাড়া মহা শোরগোল তাতে
শিশির ধোয়াবে রাঙ্গা দুটি পা বোধন রাতের প্রাতে।
মাগো তুমি এসে সুন্দর করো, করো মা ধরণী শুদ্ধ
অনাচারে আজ ভরে গেছে দেশ সমাজটা পাপবিদ্ধ।
দেবতারা যেথা হার মানে সেথা তোমারই তো জয় হয়
সমাজের কীট ধ্বংস করো মা, দাও মাগো বরাভয়।
আনন্দময়ীর আগমনে নাকি আনন্দে ভরে ওঠে
তোমার প্রসাদে দীনের মুখেও হাসিটুকু যেন ফোটে।