আমরা বাঙালি বাংলায় আমরা কথা বলি কাঁদি হাসি
গলা ছেড়ে গান করি বাংলায়, বাংলায় ভালোবাসি
ভেতো বাঙালির মাছ ভাত চায়, আর চায় তার ভাষা
আমার ভাষাই সবচেয়ে খাঁটি, আমার ভাষাই খাসা।
বাংলাভাষার জন্য লড়েছে, লড়েছে আমার ভাই
জীবন দিয়েছে বীরের মতোই ,গর্বিত আমরাই
পাকিস্তানের অত্যাচারের জবাব দিয়েছে যাঁরা
তাঁরাই অমর, তাঁরাই মহান, তাঁরাই সর্বসেরা।
ভাষা শহীদের রক্তে হয়েছে রক্তিম রণাঙ্গন
ভাষার জন্য সঁপেছে জীবন, সঁপেছে চিত্ত, মন
বুদ্ধিজীবী শিক্ষিত যত মহান মাপের মানুষ
প্রমাণ করেছে তাঁরাই মানুষ, আছে যে মান ও হুঁশ।
নিপীড়ন দিয়ে জব্দ করবে?নিঃশেষ হবে রণ
ভাষার জন্য জাগ্ৰত হবে অগণিত জনগণ
ভাষাবিপ্লবী ভাইয়েরা আমার জীবন করলো দান
সেই দানকেই সম্মান করে রাখবো তাঁদের মান।
তোদের ভয়ে বলতে হবে কি হিন্দি নাহয় ইংরেজী?
দূর হাঁট সব, দূর করে দেবো তোদের সবার ভ্যাংরাজি
মায়ের দুধ আর মায়ের ভাষার নেই তুলনা এই ভবে
মাতৃভাষাতে বলবো, গাইবো, জয়ধ্বনি দাও সবে।
অভিশপ্ত সেই দিনগুলো কি আমরা ভুলতে পারি?
ভাইয়ের রক্তে ভিজেছে আঙ্গিনা, ঝরেছে অশ্রুবারি
যতদিন রবে বাংলা-মায়ের বাঙালি ছেলেরা যত
বাংলা ভাষার জয়জয়কার শুনাবো আমরা তত।