স্বপ্নবিভোর আঁখি দুটি দিয়ে তারাদের শুধু দেখি
মনে হয় তুমি চেয়ে আছো শুধু আমারই পানে, একি?
স্বপ্নপুরীর মায়াজালে ভরা আবেশ ছিলো সে রাতে
তোমার আঁখিতে আঁখি দুটি রেখে বেশ তো ছিলাম তাতে।
হঠাৎ যেন এক ঝোড়ো হাওয়া এসে ভেঙ্গে দিলো সেই ঘোর
বুকের মাঝে চেপে ধরেছিলে দিয়ে দুটি বাহুডোর।
সুন্দর এক সংসার হবে এই ছিলো মনে আশা
থাকবে সেখানে সুখস্মৃতি ভরা পবিত্র ভালোবাসা।
ভালোবাসা ছিলো তোমাতে আমাতে, সাথী ছিলো শুকতারা
তারাদের নিয়ে কতো হাসি গান, ছিলে যে তন্দ্রাহারা।
চাঁদ হেসে হেসে কথা কয়েছিলো, বলেছিলো, “ওগো প্রিয়া,
প্রিয়তমটিকে বুকে ধরে নাও, সেই তো তোমার হিয়া”।
লতাটি যেমন আদরে, সোহাগে তরুরে জড়ায়ে থাকে
কপোতী যেমন কপোতের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে
সূর্যমুখী চেয়ে থাকে তার প্রিয় সূর্যের পানে
গোলাপ যেমন খুশী হয়ে হাসে ভ্রমরের গুঞ্জনে
সাগর যেমন ভালোবাসি বলে আকাশের পানে চায়
যেমনি করে বারিধারা-গুলি পৃথিবীর দিকে ধায়
আমার প্রিয়ার প্রেমের আকুতি ছিলো তেমনিই খাঁটি
আজ চলে গেছে বহুদূরে তাই হয়েছে সকলই মাটি
মায়াবতী প্রেম ছিলো মায়াভরা,ধোঁয়াশা কুয়াশা ভরা
বিরহ-জ্বালায় মরি অহরহ, বেঁচে নেই আধা-মরা
পৃথিবীর বুকে ভালোবাসাবাসি এই তো চিরন্তন
একে অপরের প্রেমে প্রেমময়, প্রেমের নিমন্ত্রণ।