T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় ড. নাঈমা খানম

বাঙালির বৈশাখ
বৈশাখ এলো হাওয়ায় ধেয়ে জীর্ণ ভেঙে চুড়ে,
সিঁদুর মেঘে প্রলয় নাচন কাল বৈশাখীর ঝড়ে।
সব অসুন্দরে ফেলতে ছিঁড়ে এলো রে বৈশাখ,
উৎসবে রং মেলা- খেলা আয়োজনের ডাক।
বাঙালি ভাব জীবন ধারা রঙিন পসরা সাজে,
হালখাতা পায় প্রাণের পরশ বৈশাখী সুর বাজে।
তপ্ত তনু ধুলায় ধুসর বাঙাল বাউল মন-প্রাণ,
তাই উতল নতুন সৃজন প্লাবন মধুর জয়গান।
নতুন দিনে নতুন আশা প্রথম বর্ষ প্রভাত হতে,
ছুটুক কাজে চলার গতি মধুর হেসে আপন পথে।
থাকুক গত যত ভুল ভ্রান্তি অশ্রু বেদন জরা ক্লান্তি,
মুখে হাসি মন খুলে দাও বিশ্বজয়ের হোক মানতি।
এসো যাই ছড়িয়ে প্রেমের বার্তা মানব চরাচরে,
আলোয় মাতি জীবন উৎসবে বিভেদ দূরে ছুঁড়ে।