গল্পে নীলাঞ্জন কুমার

অনুষ্ঠান

‘আঁখি ‘ পত্রিকার অনুষ্ঠান । কলকাতার মানিকতলার এক স্কুলে । অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার এক গীতিকারকে সম্বর্ধনা দেওয়া হবে । সঙ্গে থাকবে কবিতাপাঠ । অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও সঞ্চালক বিমল বসু দরাজ হাতে আমন্ত্রণপত্র বিলোতে শুরু করলো । তাতে বেশ জ্বলজ্বল করে জ্বলছিল বিমলের গার্লফেন্ড তরুণী কবি বিপাশা সেনের নাম ।
নির্দিষ্ট দিনে দারুণভাবে সাজগোজ করে বিপাশা সভাস্থলে হাজির । তাকে দেখে বিমল গদগদ । সামনের বেঞ্চে তাকে বসিয়ে একটু খুনসুটি করেই বিমল সভা মঞ্চে পা বাড়ালো ।
শুরু হবার কথা ছিল পাঁচটায় অনুষ্ঠান , কিন্তু আরম্ভ হতে হতে ছ ‘ টা । প্রথমেই গীতিকারের সম্বর্ধনার পালা । যাঁর প্রশস্তি করছে অনেক বক্তা । বিপাশা বিরক্ত । ভাবছে কখন থামবে ঘ্যানর ঘ্যানর । আসবে কবিতা পাঠ । সে পাশে এক কবিকে বলে রেখেছে তার কবিতা পাঠের ছবি যেন তুলে রাখে । পরে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবে ।
প্রায় ঘন্টা দেড়েক পরে প্রথম পর্ব শেষ হল । বিমল এরপর আমন্ত্রিত কবিদের নাম ডাকতে যাবে এমন সময় তার মুখ থেকে সরিয়ে নিয়ে চলে গেল মাইকম্যান। বিমল মাইকটি আবার মুখের সামনে আনতে গেলে মাইকম্যান তাকে মৃদু ধাক্কা মেরে মাইক নিয়ে চলে গেল। বিপাশা দেখছে । বিমল ঘামছে । তারপর আমতা আমতা করে বিনে মাইকে সমাপ্তি ঘোষণা করলো ।
বিপাশা হাসবে না কাঁদবে ভাবতে পারছে না । তার সাজ, কবিতা পাঠ, ছবি তোলা চৌপাট । আমন্ত্রিত রা তখন বেরিয়ে যাচ্ছে । আর বিমলের মাইক কাড়ার দৃশ্যের কথা বলতে বলতে সকলে হো হো করে হাসছে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।