তুমি যখন দুষ্টু বলো,
আমার যে কী মিষ্টি লাগে!
তুমি যখন দুষ্টু বলো–
বুকে আমার কাঁপন লাগে।
এই শব্দের উসকানি আমি
সইতে পারি না।
তুমি আমায় আর যা বলো–
যতই শুনে হই চঞ্চল,
তোমার কথা মিথ্যে হলেও
আমি আপত্তি করবো না।
শুধু একটাই মিনতি আমার
তুমি আমায় দুষ্টু বলো না।
যখন তুমি দুষ্টু বলে
আমার গায়ে পড়ো ঢলে,
আমার তখন ইচ্ছে করে
তোমায় জড়াই বুকে বাহুবলে-
লুটাই তোমার চরণতলে।
না না না না,
আমায় তুমি আর যা বলো,
দুষ্টু বলো না।
এই শব্দটা খারাপ ভারী,
আমি তার ভার সইতে নারি।
তুমি তো জানোই নারী,
এইসব ব্যাপারে আমি
শুরু থেকেই কী আনাড়ি!
যে তোমার পোষা-ছাগল,
দুষ্টু বলে তাকে তুমি
পাগল করো না।
না না না। তাকে পাগল করো না।