১)
দূরালাপনি চুপচাপ, বেতারেও নেই কোনো সাড়া
হৃদয় উজাড় হলে চিতায় শপথ খুঁজে তারা।
২)
আমি ইন্দ্রপুরীর আলো পাঁজর খুঁড়ে হৃদয় খুঁজি
চলো
তোমার চোখের ভাষার মাঝে প্রণয়জ্যোতি জ্বালো।
৩)
গোলাপেরা চুপ কথা বলে যায় কাঁটা
পাহাড়িয়া মনে তীরন্দাজের ঘোর
চিঠিরা অবুঝ দোয়াত জমায় ভাষা
আগুনের খেলা সাজিয়ে রেখেছে ভোর।
ফাগুন আছে পলাশ বনে
মাতাল হৃদয় পাড়া
বসন্তটা বাঁকা চোখে
দিয়ে গেছে সাড়া।
শিশির ভেজা রাতের পালক
রোদের গায়ে জ্বর
পড়শিটা যে আড়াল থাকে
হয়েছে স্বার্থপর।
জলের মাঝে ছবি ভাসে
মেঘমালা তার নাম
ধুতরা ফুলের নেশার মত
ভালবেসেই গেলাম।