হৈচৈ ছড়া/কবিতায় নির্মাল্য ঘোষ
by
·
Published
· Updated
ফুলের রানী
গোলাপ ফুল গোলাপ ফুল
গোলাপি হলুদ সাদা আর লাল,
সুগন্ধ আর রূপ দিয়ে যে
কর তুমি এই দুনিয়া কামাল।
ফুলেরা অনেক বিচার করে
করল তোমায় ফুলের রানী,
অমনি একটি মিষ্টি হেসে
দেখালে লাজুক মুখ খানি।
বাতাস সাথে দুলে দুলে
কথা বল কানে কানে…
বাতাস বোধ হয় তোমার দূত,
দূর হতে সব খবর আনে।
গোলাপ রানী, গোলাপ রানী
ভ্রমর তোমার যেন প্রহরী…
তাইতো দেখি সারাক্ষণ ধরে
রাখে তোমায় একান্তে ঘিরি।
তোমায় নিয়ে কবি সাহিত্যিক
করেন কত শত গুণগান…
তাই তো আমি কবিতায়
তোমায় জানাই আজ সম্মান।