মার্গে অনন্য সম্মান নিলুফা ফরহাদ আজাদী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৭
বিষয় – প্রতিশ্রুতি ভঙ্গ
নাগরিক অধিকার
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে জন সমুদ্র
ভাবলাম দেশে গণতন্ত্র দরকার
রাজনৈতিক মানুষের সাথে
নিজের দাবিটাও প্রকাশ করি
স্বাধীন দেশে বাক স্বাধীনতা আমার অধিকার!!
স্লোগান আবার আমার রক্তকে শিহরিত করে
রাস্তা কাঁপানো স্লোগানের ঝংকার ; কি ছন্দোময় হুংকার
“স্বৈরাচারকে রুখে ধরো, গণতন্ত্র কায়েম করো”
” স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক ”
“কালোবাজারিদের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও”
আহা! কি ছন্দ কি তাল!!
হঠাৎ এলোপাথাড়ি গুলি,গ্রেফতার
পুলিশের সাথে সাথে ক্ষমতাসীনদের ক্ষমতার অপব্যবহার
ইঁট,পাটকেল,আর লাঠি চার্জ
তাদের হাত থেকে রেহাই পেলোনা একজন হকার
যে দিন আনে দিন খায়
রক্তাক্ত হলো রাজপথ আবার!!
এটা তো ১৯৫১ নয়,১৯৭১ ও নয়,নয় পাকিস্তানি শাসক!
তবে,স্বাধীন দেশে কেন এমন অন্যায় অত্যাচার
রাতের আঁধারে ভোট চুরি হয় জনতার
বিরোধী প্রার্থীকে ভোট কেন্দ্রে
কিল,ঘুসি,লাত্থি আর দৈহিক টর্চার!
ক্ষমতায় গিয়ে চড়েছো তুমি জনগণের মাথায়
প্রতিশ্রুতিরা বন্দী হয়েছে ইশতেহারের পাতায়!!
বাঁচার জন্য মৌলিক দাবি প্রাপ্য জনতার
গুম,খুন,আর অত্যাচারে ক্ষুন্ন হচ্ছে নাগরিক অধিকার!
দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে পিঠ ঠেকে গেছে দেয়ালে
পুঁজি পাচারে দেশটাকে নিয়ে গেছে রসাতলে!!
প্রতিবাদ হোক মাথা উঁচু করে দাঁড়াবার
সত্য বলা হোক নিজের কাছে নিজের ই অঙ্গিকার
স্বাধীন দেশে বাক স্বাধীনতা
এ আমার নাগরিক অধিকার……!!