T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় নিতাই দাস
by
·
Published
· Updated
প্রণাম বিশ্ববরেণ্য কবিগুরু
২৫ শে বৈশাখ বিশ্বকবির জন্মজয়ন্তী,
গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলী মন্ত্র উচ্চারণে রবীন্দ্র গীতি।
প্রণাম তোমায় বিশ্ব বরেণ্য কবি গুরু,
তুমি সংগীত সাহিত্যের কল্পতরু।
বিশ্ববাসীর রয়েছে হৃদয়ের অন্তঃস্থলে,
লেখা আছে লেখকের নাম স্বর্ণ কমলে।
রবী বিনা ভারতীয় সংস্কৃতি জ্যোৎস্না রাতে আঁধার,
গীতিকার হয়ে জাতীয় সংগীত দিলে উপহার।
লিখে গীতাঞ্জলি পেলে নোবেল পুরস্কার,
বাঙালির জয় প্রশংসিত বিশ্ব দরবার।
বাংলার গর্ব কবি সাহিত্য সম্রাট,
কবিতা গল্প উপন্যাস অগাধ সমুদ্রের প্রকাট।
মানুষ হয়ে দেবতা তুমি সৃষ্টির মাঝে অমর,
ফুলের মতো সুবাস দিয়ে ভরে দিলে অম্বর।