মার্গে অনন্য সম্মান পরী(নন্দিতা দে) (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব নং – ১২২
বিষয় – পলাশী ফাগুন

পলাশ প্রবচন

রাঙা পলাশ কহে ,ওহে কন্যে! ‘এদিক পানে চাও দেখি !’–
‘খোঁপায় তোমা বাড়াইব শোভা ,পলাইয়া যাইলে হয় নাকি !’
ফাগুন হেথা দিয়াছে ধরা সুর হাঁকিছে কোকিলে ;
কুহু-কুহু রবে সারেঙ্গী তানে মন কাহারে তুঁহু সোপিলে।
বিজন দিনে একাকিনী তোমা সাজাইব যতনে আমি পলাশ ;
আমারে হেরিয়া মোহময়ী বেশে তুঁহু সুধাইবি ,
‘কেমনে সাজায়েছি মোহে কহ আকাশ?’
ভরা ফাগুনে পল্লব রাজি দেখিবা সজীব সতেজ ;
সদা গলেতে পলাশ মাল্য স্বরুপ জ্বলিব, হইব না নিস্তেজ ।
পলাশ আমি, ভরাইব যে পথ রাঙা বধূর শোভায় ;
কলসি কাঁখে মিঠেল পবনে হাঁটিবি সে পথ দুলকি চলায়।
আটপৌরে শাড়ি গলায় রাঙা,খোঁপায় পলাশ অমা জয়ন্তী ,
সাজিয়া যতনে মনের হরষে বসন্তে হইলি তুঁহু বাসন্তী।
প্রতি বর্ষে কালের পরশে পলাশ রুপে ফিরিব বারংবার —
তোমা ঘিরে মোর সাজাইব সৃষ্টি পরায়ে ভূষণ ভার ।
আমি তুঁহু দোঁহে বাঁচিয়া বসন্তে
বাঁধিব নবীন গান –
বসুধা মাঝেই রুপ লাবণ্যে নাচিয়া হৃদে
আবিরে রাঙানো প্রাণ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।