T3 || সৌভিক স্মরণে || সংখ্যায় নিতাই চন্দ্র দাস

বিস্মৃতি
আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন
আমি যে ছিলাম ভবে মনে রাখিবে কয়জন।
এই ধরণীর পরে
আনন্দ বেদনা ধরে
তোমাদের মাঝে ছিলাম জড়িয়ে অনুরাগে
কালের করাল স্রোতে হারাব একযোগে।
এক ফোঁটা অশ্রুজলে
আবেগ উঠিবে উথলে
শোক গাথা ভেসে বেড়াবে জন রবে
একদিন ডায়েরি থেকে সব মুছে যাবে।
ভারাকান্ত মন নিয়ে
সবাই আসিবে ধেয়ে
শান্ত পরিবেশে করিবে স্মরণ সভা
কারো চোখে থাকিবে না কোন আভা।
যারা ভালোবেসে মোরে
রেখেছে বাহুডোড়ে
তারাও ভুলে যাবে কালের আবর্তনে
বিস্মৃতির অতলে হারিয়ে যাব গোপনে।
সৃষ্টির প্রারম্ভ থেকে
সবাই গেছে একেএকে
কারে হৃদয় কোণে রেখেছে চিরকাল
শূন্যস্থান খালি থেকেছে ক্ষণকাল।
সারাটি জীবন ধরে
সম্পদের পিছু ঘোরে
গড়ে তোলা এই বিশাল রাজ্যপাট
আমার মৃত্যুতে সবই হবে লোপাট।
সেখানে অন্য কেহ
গড়িবে সাধের গৃহ
সবাই আনন্দ উল্লাসে কাটাবে জীবন
মোর কথা কেহ নাহি করিবে স্মরণ।