কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

বাদলা দিনে
আষাঢ় মাসের বাদলা দিনে
আজি রয় না ঘরে মন
বৃষ্টি ভেজা উদাস হাওয়ায়
যেন বেড়াই সারাক্ষণ।
কদম ফুল খোঁপায় গুঁজে
বৃষ্টির জলে ভিজে
গুনগুনিয়ে গাইব গান
পাড়ার সাথীদের খোঁজে।
জল কাদা গায় মাখিয়ে
গাঁয়ের মেঠো পথে
হেলে দোলে ভিজে ভিজে
চড়ব হাওয়াই রথে।
মন পবনের নৌকা নিয়ে
হারিয়ে যাব দুরে
মেঘের ফাঁকে দোলে দোলে
বেড়াব ঘুরে ঘুরে।
দুর আকাশের মেঘের কাজল
লাগিয়ে দুই চোখে
ঘন নীলিমায় মিশে গিয়ে
উড়ব মনের সুখে।