কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

প্রতীক্ষা
বিনিদ্র রাত কাটে তোমার ভাবনায়
জানালার পাশে বসি বিষন্ন মুখে,
অপেক্ষায় নিরবে সময় চলে যায়
আকাশ পানে পূর্ণিমার চাঁদ দেখে।
ঠোঁটের বাঁকে চাঁদ মুচকি হেসে
মেঘের আড়ালে লোকায় লাজে,
তোমার হাসি যেন সেথায় মিশে
তার আবেশ পাই হৃদয় মাঝে।
তোমার স্পর্শ লাগি বসে থাকি
রাতের নিস্তব্দতা পেরিয়ে আঁধারে,
ঝীরঝীরে হাওয়া নিঃশব্দে দেয় উঁকি
সেই ছোঁয়া ভাসায় সুখের সাগরে।
ঝরা পাতার অস্ফুট মর্মরধ্বনি
বেজে উঠিলে অদূর প্রান্তরে,
ব্যাকুল পরাণ নেচে উঠে তখনি
এই বুজি এসেছ মোর দ্বারে।
অপরূপ মুখখানি নয়নে ভেসে
পঞ্চ ইন্দ্রিয় নীরবে উঠে জেগে,
তোমার নিবিড় আলিঙ্গন আশে
প্রতীক্ষায় সময় বহে অনুরাগে।