কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

আক্ষেপ
কবি হতে চাই ছন্দ নাহি পাই
বসে আছি গভীর বনে।
পাখির কিচিরমিচির ডাক চারদিকে শিয়ালের হাঁক
বেলা শেষে রবির অবসানে।।
ঝরা পাতার ধ্বনি এনে সুরের আগমনি
নিস্তব্দতা উঠিছে জেগে।
বনের জোনাকি পোকা ছড়াচ্ছে আলোর বর্তিকা
গাহিছে গান মল্লার রাগে।।
রাতে পূর্ণিমার শশী মেঘের আড়ালে ভাসি
হাসিছে মিটমিট করে।
মোর হৃদয় আবেগে উঠিতে চায় জেগে
ছন্দ নাহি আসে ফিরে।।
নদীর তীরে বসি ঢেউয়ের শব্দ ভাসি
আসে মোর কানে।
যেন ভেঙ্গে নিরবতা দিতে চায় বারতা
ডেকে মুক্তির আহ্বানে।।
পাহাড়ের কাছে যাই কান্নার শব্দ পাই
ঝরনা হয়ে অশ্রু ঝরে।
তাদের করুন গাথা লিখিতে চাই দু’কথা
ছন্দ হারিয়ে যায় অগোচরে।।
বসন্তে প্রকৃতি সাজে খোপায় করবি গুঁজে
চারদিকে রঙের ছড়াছড়ি।
বিস্ময়ে চেয়ে থাকি মনেতে ছবি আঁকি
হয় না প্রকাশ লিখনি ধরি।।