T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নিতাই চন্দ্র দাস

আজো ফিরে এলোনা

হে বৈশাখ
তুমি তো এলে ফিরে
একটি বছর অতিক্রম করে।
তুমি দিতে এসেছ আশার বানী
সকল ভয়ভীতি বন্ধন খুলে
এগিয়ে আসার জন্য।
কিন্তু আমি তো পারিনা তাল মেলাতে
তোমার সাথে তোমার আহ্বানে।

হে বৈশাখ
তুমি তো এলে ফিরে
তোমার জন্য চারিদিকে আনন্দ উৎসব
মাতোয়ারা ছেলেমেয়ের দল।
তোমার আগমনে যে লিপি দিয়েছি
ভালবাসার রঙে রঙ লাগিয়ে
আমার সুচিন্তিত অনুভুতি দিয়ে
তা তো আজো আসে নাই ফিরে
শুধু মোর অশ্রুজল পড়ে ঝরে।

হে বৈশাখ
তুমি তো এলে ফিরে
যে দুটো হাত ধরে কাতর মিনতি
কন্ঠে বলেছিলাম আবার এসো
সে তো আজো আসে নাই ফিরে।
শুধু পথ চেয়ে কাটে দিন একা।

হে বৈশাখ
তুমি তো নতুন করে এলে ফিরে
আনন্দের লহর তুলে।
তুমি এসেছ আবার চলে যাবে
আবার আসবে তুমি নিত্য অব্যয়।
তোমার আসা যাওয়ার শেষ নেই
কিন্তু আমার ভালবাসার প্রতিশ্রুতি
আজো ফিরে এলোনা।

Spread the love

You may also like...

error: Content is protected !!