কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

মুজিব তুমি আছ মিশে
মুজিব তুমি আছ মিশে
সোনার বাংলার বিস্তৃত শ্যামল প্রান্তর জুড়ে
কৃষকের শস্য ভরা খেতে সোনালি আভায়
সবুজ ঘাসের লিকলিকে ডগায় শিশির বিন্দু হয়ে।
মুজিব তুমি আছ মিশে
কৃষকের অন্তরে পরম শ্রদ্ধায় আলোর দিশারী হয়ে
তোমার পরশ মিশে আছে কৃষির পরতে পরতে
তোমার হাত ধরে সবুজ বিপ্লবের ধারা আজও বহমান।
মুজিব তুমি আছ মিশে
গ্রাম বাংলার গাছগাছালির সবুজ শ্যামল ছায়ায়
পাখির কলকাকলিতে মুখরিত গোধূলি সন্ধ্যায়
রাখালিয়া বাঁশির সুরের মূর্ছনায় অনুরণিত হয়ে।
মুজিব তুমি আছ মিশে
নদী ও সাগরের উচ্ছল অবারিত জলস্রোতে
আকাশের নীলিমায় আলো আঁধারের সাথে
দিগন্তে প্রসারিত রংধনুর বর্ণিল বর্ণচ্ছটায়।
মুজিব তুমি আছ মিশে
স্বাধীন বাংলার আপামর মানুষের কণ্ঠে
মুক্তির মিছিলে স্লোগান হয়ে দাবি আদায়ের সংগ্রামে
তোমার অমোঘ বাণী আজও উচ্চারিত বজ্র নাদে।
মুজিব তুমি আছ মিশে
গায়কের গানে মাঠঘাট প্রান্তর ছড়িয়ে প্রতিটি কোণে
কবির ভাবনায় কবিতা হয়ে অন্তরের অন্তস্তলে
কবিতা ও ছন্দে উদ্ভাসিত তোমার কীর্তি আকাশে বাতাসে।
মুজিব তুমি আছ মিশে
লাল সবুজের পতাকায় ত্রিশ লক্ষ শহিদের সাথে
তোমার মৃত্যু নেই,তুমি মরেও অমর এই ধরায়
যত দিন বাংলাদেশ ও লাল সবুজ পতাকা থাকবে
তত দিন চিরঞ্জিব এই বাংলার মানুষের মণিকোঠায়।