কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

তোমায় নিয়ে

ভেবেছিলাম তোমায় নিয়ে যাব বহুদূরে
কোন নির্জনে বসি আকাশের তারা দেখে,
দু’জনে একান্তে মুখোমুখি সময় বয়ে যাবে
হারিয়ে যাব নীলিমায় নয়নে নয়ন রেখে।

নগরের কোলাহল ছেড়ে নির্জনে দু’জনে
বনফুলে রচিব মোদের বাসর ঘর,
প্রণয় রসে আনন্দে হারিয়ে যাব দূরে
তুমি আর আমি ছাড়া থাকিবেনা অপর।

অমাবস্যা রাতের নিকষ কালো আঁধারে
বনের গভীরে পিন পতন নিরবতায়,
তোমার কোমল হাত দুটি রেখে হাতে
দেখিব তোমার মুখ জোনাকির আলোয়।

দূর আকাশের কালো মেঘের গুঁড়ো নিয়ে
তোমার হরিণ চোখে কাজল দিব এঁকে,
দিগন্তে ছড়িয়ে থাকা রঙিন আবির দিয়ে
তোমার নরম টোপা কপোলে দিব মেখে।

বনে যে ফুল ফোটে রয়েছে অনাদরে
তারে তোলে এনে সযতনে তোমার মাঝে,
মনের মাধুরী মিশিয়ে অতীব হরষে
কালো কুঁকড়ানো খোপায় দিব গুঁজে।

আজকে দু’জনার মাঝে হিমালয় পর্বত
স্বপ্নগুলো কর্পূরের মত হাওয়ায় গেছে উবে,
তোমার আমার মাঝে অশান্ত নদী বয়ে যায়
কালবৈশাখি ঝড়ে আশার প্রদীপ গেছে নিভে।

Spread the love

You may also like...

error: Content is protected !!