কবিতায় নিতাই চন্দ্র দাস

মা
মা কথাটি মধুর অতি
মিষ্টি রসে ভরা,
মায়ের কথা স্মরণ হলেই
আবেগে আত্মহারা।
মায়ের মতন আপন জন
পৃথিবীতে কে আর আছে,
কোথাও পাবে না খুঁজে
তাঁর ধারে কাছে।
মায়ের স্নেহের নেইকো খাদ
অফুরান এই ভবে,
সব ভালবাসা এক করিলেও
সমান নাহি হবে।
স্বার্থ ছাড়া পৃথিবীর কেহ
ভালো নাহি বাসে,
সবই মা বিলিয়ে দেয়
কিছু নাহি আশে।
সন্তান যদি কোন দিন
বাইরে কোথাও যায়,
সারাদিন অপেক্ষায় বসে
পথে চায় মায়।
কাজের শেষে বাড়ি ফিরলে
সবাই কামাই দেখে,
মমতাময়ী মা কাছে এসে
তাকায় চোখে মুখে।