কবিতায় নিতাই চন্দ্র দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। বন্ধন
নুপুরে পা বন্ধি
প্রেমে বন্ধি মন,
শাসনে নারী বন্ধি
থাকে সারাক্ষণ।
মানুষ মায়ায় বন্ধি
লতায় বন্ধি বন,
ধার্মীক ধর্মে বন্ধি
মগ্ন অনুক্ষণ।
গোয়ালে গরু বন্ধি
পাখি বন্ধি খাঁচায়,
জলে মাছ বন্ধি
ডাঙ্গায় তুললে লাফায়।
আসামী জেলে বন্ধি
ধনী বন্ধি টাকায়,
বাগানে ফুল বন্ধি
বাগানের শোভা বাড়ায়।
শিক্ষক বিবেকে বন্ধি
শিক্ষার্থী বন্ধি পাঠে,
আকাশে তাঁরা বন্দি
মিটমিটিয়ে হাসে।
২। কোভিড-১৯
করোনার জেরে আছি মোরা ঘরে
নেই কোন কাজ।
ছেলেমেয়ে মাঠে স্কুলের পাঠে
নেই তারা আজ।।
সারাদিন দেখে টিভি রঙতুলিতে এঁকে ছবি
সময় বয়ে যায়।
মোবাইলে কথা বলে ফেসবুকে চ্যাটিং চলে
সুজনের খবর পায়।।
শ্রমিকের নেই কাজ মাথায় যেন পড়েছে বাজ
করছে শুধু হাহুতাস।
যায় না কাজের তরে থাকছে তারা অর্ধাহারে
হলো একি সর্বনাশ।।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে হবে বারবার হাত ধুতে
যাবে করুনার ভয়।
কখনো গেলে বাইরে মাস্ক অবশ্যই নিবে পরে
যাতে করোনা না হয়।।
সামান্য হলে জ্বর মনেতে লাগে ডড়
বুঝি হলো করোনা।
সারাদিন ভয়ে কাটে ঔষধ কিনতে যাই হাটে
ডাক্তারে দেই ধরনা।।
ডাক্তার থাকে দুরে যদি তারে করোনা ধরে
রোগী পায় না সেবা।
রোগী শুধু ঘুরে মরে সেবা পায় না কারো তরে
দেখার আছে কেবা।।
কবে যাবে করোনা কেউ তা জানে না
বাড়ে মনে ব্যকুলতা।
টিভিতে চোখ রাখি টিকা বের হলো নাকি
শুনি আশ্বাসের কথা।।