কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

সোনার বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশের
নেই কোনো তুলনা,
রূপের মাধুরী নয়নে দেখি
হৃদয়ে আঁকি আলপনা।
এই দেশের উর্বর মাটি
সোনার চেয়ে খাঁটি,
এই মাটির পরশ পেয়ে
ফসলের লুটোপুটি।
ভোরের বেলায় পাখির ডাকে
সবাই উঠে জেগে,
কাজের তরে ছুটে যায়
সূর্য্য উঠার আগে।
গ্রাম বাংলার প্রান্তর জুড়ে
সবুজের হাতছানি,
গাছগাছালির ছায়ায় বসি
জুড়ায় পরানখানি।