তখন যৌবন ছিল
ছিল.. বনাঞ্চলে ঘন কুয়াশা
আঁকা বাঁকা রাস্তায়..
জড়াজড়ি বৃষ্টি ভেজা আশা
ছিলাম তুমি.. আমি
তখন ভরসা ছিল
রাস্তা ভোলানোর গল্প ছিল
.. ছিল ঠোঁটে ঠোঁট রাখার
অবাধ স্বাধীনতা
তখন স্বপ্নগুলো বাস্তব ছিল…
আঙুলের ছোঁয়ায় প্রাণ ছিল..
তখন.. তোমার চোখে..
আভা ছিল.. পথ দেখাবার..
পাখির কলকাকলি ছিল
রঙ তখনো.. সবুজ ছিল
যৌন পিপাসা.. ঘুমন্ত ছিল
জাগ্রত ছিল কত আবেদন
কুয়াশা যখন.. পথ হারাতো
আমরা তখন পথিক হয়ে
প্রেমের সেতু.. হতাম পার..
সেই দিনগুলো.. পাহাড়ে ছিল..
দার্জিলিং এ প্রেম ছিল l
কুয়াশা ঢাকা শরীর ছিল.
শরীরের নীচে শিহরণ ছিল..
শিহরণের মাঝেই..
তুমিই ছিলে l
তোমার প্রেমে আমিই ছিলাম l