কবিতায় বলরুমে নীরা চৌধুরী

সূর্যাস্ত
সাঁঝবেলার কমলাভায় ম্লান হয়ে যায় উত্তাপ,
আঁধার নামে নির্ঘন্ট মেনে,
বাগানভেলিয়ার বাসি ফুল শুকনো হয়ে ঝরে
পথের উপর
সে মর্মর, বিবর্ন ফুলের পাশে কাটিয়ে —
আমি তেমনি হেঁটে যাব আগামীতে , আমার চেনা পথে
উদাসীন হয়ে ঐ একলা পথে হয়তো মনে হবে ..
‘যদি সে থাকত, যদি পা মেলাত সে আমার পায়ে পায়ে!’
কিন্তু সে ‘কোথায়?’
হারিয়ে যাওয়ার ইচ্ছেরা আসলে ‘ব্যক্তিগত ‘
তাই হয়তো তুমি আজ হারিয়ে গেছো ,
শুধু বদলে দিয়ে গেছো ‘আমাকে ‘
নির্মম আদরে প্রেমের বীজ উপড়ে ফেলেছি….শিকড় থেকে
এখন পিছনে ঠেলে ফেলি যত ভালোবাসার আবদার
চোখের জলকে আস্কারা দিই না আর—
শাসন করি চোখেই।
প্রতিটি সূর্যাস্ত আমাকে কঠিনভাবে সহজপাঠ শেখায়…।