T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় নিলর্পণ ব্যানার্জী

মায়ারোগ

চলবে না তাই,
এই দূরের ঘরে ফেরা ।
যেমন অযত্নে রেখেছিলে
গরমের ছুটির ভেতর,
তেমনই রেখো আজীবন ।
আমিও ভাগ করে নেব যাবতীয়
যা কিছু শোক নামে পরিচিত,
তুমি খালি লিখে যেও রোদের কথা,
বৃষ্টির দিন নিজেই সামলাবো ।
তোমার নিশ্বাস একত্রিত
আমার ঘুমের ট্যাবলেটে,
আমি রোজ শুনি,
তোমার প্রাণহীন যাতায়াত
যেখানে আমার ধুলোবালি নেই ।
প্রবল আগ্রহে দেখেছি একসময়,
এখন দেখলেই প্রবল হতাশা ।
বারবার এক প্রশ্নে ঠেলে
দেয় এই বিক্ষিপ্ত জীবন,
এত মায়া রেখে চলে যেতে পারব তো ?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।