কবিতায় নিলয় বিশ্বাস

হৃদয়ে রক্তক্ষরণ
রক্তাক্ত হৃদয়ে ক্ষতর চিহ্ন
জ্বলন্ত মোমের শিখার
গলিত লাভা প্রতিটি অঙ্গে
মিষ্টি ভাষার অমৃত বাণী
চেপে ধরো ক্ষতে আর অঙ্গে।
সাজিয়ে দাও মহুয়া ফুলের
এক টুকরো সুখের দাওয়ায়,
ক্ষতমুখে লেপে দাও সান্তনার
জলজ আলপনা।
জড়ো হওয়া কথামেঘ
দূর হোক নব প্রভাতে।
বিবেকের ফুল ফুটে উঠুক
ভরসা কুসুমে অস্থিরতা সুস্থতা পাক
বোধের বৃষ্টিতে ভেজা হৃদয় খানিতে।