কবিতায় পদ্মা-যমুনা তে নয়ন

নির্ঘুম রাত
নির্ঘুম আমি…..
রাতের আঁধারে বিলীন
আমার মুঠো ধরা স্বপ্নগুলো,
খন্ড খন্ড আকুতি গুলোকে
উড়িয়ে দিলাম ওই দূর পরবাসে ।
ধুয়াইত চায়ের কাপ হাতে
চিন্তার জালে মত্ত।
উষ্ণতার পরশে ঠোঁট যুগল ,
দৃষ্টি সীমানা আজ মুক্ত স্বাধীন ।
মেঘমালার মেঘে ভেসে
চন্দ্রালোকের যাত্রী হলাম।
ক্ষতি কি তাতে ?
না হয় হলামই চন্দ্রালোকের যাত্রী…!
অস্থির চঞ্চলা আমি…
ঠোঁটে ছোয়াই উষ্ণতা চায়ের,
নিরবচ্ছিন্ন আঁধারের নিরব দর্শক আমি।
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি …
মনের গভীরে লুকিয়ে রাখা
চন্দ্রালোকের প্রতিটা ভাঁজ,
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি …
নির্লিপ্ত স্বপ্নবাজ তিমিরের সাজ।
অজান্তেই ডুবে যাই ,
খুনশুটি আর এলোমেলো ভাবনায় ।
কল্পনার জালে মস্তিষ্কের শিরায় শিরায়
কেবলি দৌড়ে বেড়ায় আকুতিগুলো।
যন্ত্রণার আড়ালে…
আবেশে জড়ানো তোমাতেই বিভোর এই আমি,
ধুয়াইত চায়ে মগ্ন আমার আমি….।
রাত্রির তন্দ্রা মদিরা মোহ জালে….