কবিতায় পদ্মা-যমুনা তে নয়ন

কষ্ট
কি এমন ক্ষতি হতো?
না হয় দিতে আমায়
কিছুটা বরফ গলা ঝর্নার জল!
সিক্ততায় নিজের আকন্ঠ জুড়াতাম
হিমশীতল ওই জলে।
না হয় দিতে কিছুটা মুক্তো ঝরা বারি!
পুঞ্জীভূত মেঘোমল্লার দেশ থেকে
নাচতে নাচতে ধেয়ে আসা বর্ষণের জলে
ভিজতাম না হয় অশ্রু সিক্ত লোচনে !
দুঃখগুলো সব গড়িয়ে যেতো
ফোঁটায় ফোঁটায় ওই জলে।
হাসির ফোয়ারা ছড়িয়ে দিতাম
না হয় ওই লুকোনো কান্নার অভিসারে!
নাই বা দেখলে তুমি এই কষ্টের অভিসার!
নাই বা দেখলে তুমি এই
দুমড়ে মুচড়ে পড়া হাহাকার!
কেনোই বা দিলে না কিছুটা
ঝর্না ঝরা কষ্ট!
কেনোই বা দিলে না কিছুটা
বর্ষণে ভেজা কষ্ট!
না হয় একটুখানি দুঃখবতীই হতাম
আজ এই ঝর্না ঝরা বরফ জলে,
না হয় একটুখানি কষ্টবতীই হতাম
আজ এই মুক্তো ঝরা বর্ষণের জলে!!!